মুজিব সিনেমার পর ক্যারিয়ারের নতুন মোড় খুঁজে পেয়েছেন আরফিন শুভ। শুভর পরবর্তী সিনেমা কি হবে সে বিষয়ে দর্শকদের ছিল বেজায় কৌতূহল। অবশেষে এই তারকা নিজেই দিয়েছেন পরবর্তী সিনেমার ঘোষণা। থ্রিলারধর্মী সেই সিনেমার নাম নীলচক্র। একই সাথে প্রকাশ পেয়েছে চমৎকার এক পোস্টার। যা দেখে আরিফিন ভক্তরা আশা করছেন দুর্দান্ত এক সাসপেন্স থ্রিলার পেতে যাচ্ছে বাংলা সিনেমার দর্শকেরা৷