ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। নিজেকে ভেঙে ‘মুজিব’ সিনেমায় হাজির হয়ে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন শুভ। দীর্ঘ দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই নায়ক। ‘নীলচক্র’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করছেন মিঠু খান।
আরিফিন এসব তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি। তার ভাষায়, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরো কিছু আছে।’
‘নীলচক্র’ সিনেমার চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। খুব শিগগির সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু হবে বলে জানা গেছে।
সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেছেন আরিফিন শুভ। যাতে কয়েকজন নারী-পুরুষের অবয়ব দেখা যায়। যাদের প্রত্যেকের মাথার অংশে ইউটিউবের লোগো রয়েছে। মূলত, রক্তের সঙ্গে প্রযুক্তির মিশেল।
আরিফিন শুভ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন— ফজলুর রহমান বাবু, মন্দিরা চক্রবর্তী, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে ফিল্ম ফায়োস প্রোডাকশনের ব্যানারে।
সৌজন্যেঃ রাইজিংবিডি